ম্যাংগো মিল্কশেক এর রেসিপি

দেখে নিন ম্যাংগো মিল্কশেক এর রেসিপিটি। ঘরোয়া উপায়ে আমদুধ তৈরী।
ম্যাংগো মিল্কশেক এর রেসিপি

উপকরণ:
ঘন দুধ ২ কাপ,
চিনি ৪ চা চামচ,
বরফ ১ কাপ,
পাকা আম কুচি আধা কাপ,
ম্যাংগো আইসস্ক্রিম ২ টেবিল চামচ।

প্রনালীঃ
বরফ বাদে সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ড করে নিতে হবে।

পরিবেশনের আগে বরফগুলোকে আলাদা ভেঙে মিশিয়ে দিন।

চাইলে একসঙ্গে ব্লেন্ডও করতে পারেন।

আম ছোট করে কেটে গ্লাস ভর্তি মিল্ক শেকের উপরে ছড়িয়ে সাজাতে পারেন।

ব্যস হয়ে গেল সুস্বাদু ঠাণ্ডা ম্যাংগো মিল্ক শেক।

Comments