চিকেন নাগেট রেসিপি

চিকেন নাগেট তৈরী করার সহজ উপায় জেনে নিন। দেখে নিন কিভাবে বাড়িতে সহজেই রান্না করবেন চিকেন নাগেট।

চিকেন নাগেট রেসিপি

চিকেন নাগেট রেসিপি


উপকরণঃ
চিকেন নাগেট তৈরীর গোস্ত সাইজমতো ২০-২৫ টি,
টমেটো সস ২ টেবিল চামচ,
মরিচ ভাজা গুঁড়া ১ চা-চামচ,
লেবুর রস ১ টেবিল চামচ,
ছোট পেঁয়াজ ১৫-১৬টি,
ওয়েস্টার সস ১ টেবিল চামচ,
তেল ১ টেবিল চামচ,
তন্দুরি মসলা ১ চা-চামচ।

প্রণালি:
চিকেন নাগেটের সঙ্গে সব উপকরণ মেখে নিন। নাগেটগুলো ছোট শিকে গেঁথে কয়লার আগুনে বা ওভেনে সেঁকে নিন।

এরকম আরও নতুন নতুন চিকেন রেসিপি পেতে রেসিপি ব্লগটি বুকমার্ক করে রাখতে পারেন।

Comments